Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে এইচ এস টি টি আই , খুলনা

এইচ এসটি টি আই , খুলনা

একাডেমিক ও প্রশাসনিক ভবন : প্রতিষ্ঠানে একটি তিনতলা বিশিষ্ট একাডেমিক ও প্রশাসনিক ভবন রয়েছে । এ ভবনের নীচ তলায় রয়েছে অফিস এবং সেখানে প্রশাসনিক কার্যাদি সম্পন্ন হয় । দ্বিতীয় ও তৃতীয় তলায় একাডেমিক কার্যাদি অর্থাৎ প্রশিক্ষণের কার্যাদি চলে । দ্বিতীয় তলায় একটি লাইব্রেরী এবং কম্পিউটার ল্যাবসহ বিজ্ঞানাগার রয়েছে ।

হোস্টেল ভবন : একাডেমিক ও প্রশাসনিক ভবনের ঠিক অব্যবহিত পিছনে রয়েছে চারতলা বিশিষ্ট একটি হোস্টেল ভবন । এ ভবনের নীচ তলায় রয়েছে হোস্টেল সুপারের কার্যাললয় এবং তার পাশে রয়েছে একটি গেস্টরুম । ভবনটিতে প্রশিক্ষণার্থীদের আবাসনের জন্য রয়েছে মোট ৫৯ টি কক্ষ  । ক্লপসিবল গেট দ্বারা পুরুষ ও মহিলা অংশ বিভাজিত । পুরুষ ও মহিলাদের জন্য পৃথকভাবে দুইটি কমনরুম আছে । এ ভবনের নীচ তলায় দুইটি আলাদা ডাইনিং রুম আছে । 

পরিচালকের বাসভবন : প্রাচীর ঘেরা দ্বিতল বিশিষ্ট পরিচালকের বাসভবনটি ক্যাম্পসের মধ্যেই অবস্থিত । এ ভবনটিতে কিচেন , ড্রয়িং , ডাইনিংসহ মোট ৬ টি কক্ষ রয়েছে । ভবনটির প্রাচীরের মধ্যে রয়েছে বেশকিছু সুন্দর সুন্দর ফুলের গাছসহ নানাবিধ ফলের গাছ ।

হোস্টেল সুপারের বাসভবন : পরিচালকের বাসভবনের একই প্রাচীরের মধ্যে একতলা বিশিষ্ট যে ভবনটি রয়েছে সেটি হল হোস্টেল সুপারের বাসভবন । এ ভবনে রয়েছে কিচেন , ড্রয়িং , ডাইনিংসহ মোট ৪ টি কক্ষ । এ ভবনটিও ফুল ও ফলের গাছে বেষ্টিত ।

অতিথি ভবন : আর সব এইচ এস টি টি আই এর মত খুলনা এইচ এস টি টি আই এরও রয়েছে একটি দ্বিতল বিশিষ্ট অতিথি ভবন । এ অতিথি ভবনে অতিথিদের থাকার জন্য রয়েছে মোট ৪ টি কক্ষ যার মধ্যে একটি ভিআইপি কক্ষ । ভিআইপি কক্ষটি ছাড়া অন্য কক্ষগুলিতে ২ টি করে বেড রয়েছে , আর ভিআইপি কক্ষে একটি ডবলবেড রয়েছে । এ ছাড়া ভবনটিতে একটি করে ড্রয়িং , ডাইনিং ও কিচেন রয়েছে ।

মসজিদ : ক্যাম্পাসে এইচ এস টি টি আই ও টিচার্স ট্রেনিং কলেজ এর যৌথ পরিচালনায় পরিচালিত হয় একটি মসজিদ । মসজিদ সংলগ্ন রয়েছে একটি সুন্দর পুকুর । মসজিদটিতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ এবং শুক্রবারে জুমার নামাজ আদায় করা হয় । উভয় প্রতিষ্ঠানের শিক্ষক , কর্মচারী , প্রশিক্ষণার্থীসহ বহিরাগত মুসল্লিরাও এ মসজিদে নামাজ পড়ার সুযোগ পান । এ মসজিদে এবং এর সংলগ্ন আঙিনায় বছরের উভয় ঈদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।

মাঠ : ক্যাম্পাসের উভয় প্রতিষ্ঠানের মাঝখানে রয়েছে  খেলা করা ্ও পিটি করার উপযোগি একটি সুবিস্তৃত মাঠ । এ মাঠে এইচ এস টি টি আই এ চলমান বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের নিয়মিত পিটি অনুশীলন হয় । এ মাঠে এইচ এস টি টি আই ও টিচার্স ট্রেনিং কলেজ এর নিয়মিত খেলাধূলাসমূহ অনুষ্ঠিত হয় ।  প্রতিষ্ঠানদ্বয়ের খেলাধূলার ফাঁকে ফাঁকে বহিরাগত ছেলেমেয়েরাও এ মাঠে খেলাধূলা করে থাকে ।